বগুড়ায় সাবেক এমপি বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক’র চার্জশিট

বগুড়ায় সাবেক এমপি বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক’র চার্জশিট

কোর্ট রিপোর্টার : তথ্য গোপন করে জ্ঞাত আয় বহির্ভূতভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয় অনুমোদন দিয়েছে।

উল্লেখ্য, দুদক থেকে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে দুদক থেকে পৃথক পৃথকভাবে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়।

ওই নোটিশ প্রাপ্তির পর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুন পৃথকভাবে তাদের সম্পদের বিবরণী দুদক বগুড়া জেল কার্যালয়ে দাখিল করেন। উক্ত সম্পদ বিবরণী দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে যাচাই ও অনুসন্ধান করে প্রধান কার্যালয়ের নির্দেশে দুদক জেলা কার্যালয় বগুড়ার তৎকালীন উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদি হয়ে জেলা কার্যালয়ে ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মামলা তদন্ত শেষে প্রধান কার্যালয়ের থেকে ওই আসামিদের বিরুদ্ধে তথ্য গোপন করে জ্ঞাত আয় বহির্ভূতভাবে ১ কোটি ২ লাখ ৬ হাজা ২৯৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় দুদক আইনে অভিযোগ দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয়। মামলটি তদন্তকারী কর্মকর্তা হলেন দুদক’র এডি জাহিদুল ইসলাম।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151245