পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে নিরব হোসেন(২) নামে এক শিশুর মৃত্যৃ হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। সে মাঝগ্রাম এলাকার মাসুমবিল্লাহর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিরব বাড়ির পাশের এলাকার অন্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় সকলের অগোচরে পুকুরে পড়ে যায় সে। খেলাধুলা শেষে সবাই বাড়ি ফিরলেও নিরব বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে পুকুরে পানিতে ভাসতে দেখে।

পরে তাকে উদ্ধার করে বোদা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বোদা থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন বোদা থানার অফিসার ইনচার্জ সেলিম মালেক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151226