পাকিস্তানে অতর্কিত হামলায় পাঁচ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, হামলা হয়েছে কারাক জেলায়। প্রাদেশিক পুলিশ প্রশাসন জানিয়েছে, একটি গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা যাচ্ছিলেন। সন্ত্রাসীরা প্রথমে সড়কে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামিয়ে দেয়। এরপর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার কর্মকর্তা ও গাড়ির চালক নিহত হন।
হামলার নিন্দা জানিয়ে মহসিন নাকবি বলেছেন, “নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বর্বরতা এবং নির্মমতা। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। রাষ্ট্র আরও শক্তি প্রয়োগ করে হামলার জবাব দেবে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সবসময় সম্মুখসারিতে ছিল।”
হামলার পর পর নিরাপত্তা বাহিনীর বড় একটি দল হামলাকারীদের ধরতে ঘটনাস্থলের আশপাশে গেছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের আধিপত্য রয়েছে। সেখানে পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের ওপর প্রায়ই হামলা চালায় তারা।
টিটিপির সন্ত্রাসীদের কারণে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ইতিহাসে সবচেয়ে খারাপ হয়ে গেছে। পাকিস্তানি বিমানবাহিনী গত মাসে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় সরাসরি বিমান হামলাও চালিয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151204