বিপিএল মাতাতে রাজশাহী ওয়ারিয়র্সে লঙ্কান পেসার বিনুরা

বিপিএল মাতাতে রাজশাহী ওয়ারিয়র্সে লঙ্কান পেসার বিনুরা
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে নিজেদের বোলিং বিভাগকে আরও ধারালো করে তুলল রাজশাহী ওয়ারিয়র্স।
 
শ্রীলঙ্কান বাঁহাতি ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইতোমধ্যে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছে রাজশাহী কর্তৃপক্ষ।
 
 
এক বিজ্ঞপ্তিতে রাজশাহী ওয়ারিয়র্স জানায়, নতুন মৌসুমে দলের বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতেই অভিজ্ঞ এই লঙ্কান পেসারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
 
বিশেষ করে নতুন বলে সুইং করানো এবং ডেথ ওভারে নিখুঁত বোলিংয়ে বিনুরা বেশ দক্ষ, যা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে দলের জন্য বড় সম্পদ হতে পারে।
 
আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বের বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বিনুরার। তার উচ্চতা এবং বাঁহাতি বোলিংয়ের বৈচিত্র্য প্রতিপক্ষের ব্যাটারদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
 
 
রাজশাহী শিবিরে যোগ দিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন বিনুরা নিজেও।
 
 
বিপিএলের এই আসরে রাজশাহীর জার্সিতে নিজের সেরাটা উজার করে দিতে মুখিয়ে আছেন তিনি। লঙ্কান এই তারকার অন্তর্ভুক্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে রাজশাহী ওয়ারিয়র্সের সমর্থকদের। বিনুরার আগমনে রাজশাহীর বোলিং ইউনিট এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে করছে দলটির ম্যানেজমেন্ট।
 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151198