ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ডা. আবু সাঈদ ফের গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা বিএমএর সাধারণ সম্পাদক এবং আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সভাপতি ডা. মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মধ্যপাড়ার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ডা. আবু সাঈদকে হেফাজতের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। রাতেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার মামলায় ২০২৪ সালের ২৭ অক্টোবরে ডা. মো. আবু সাঈদ গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, ডা. মো. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151197