বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ১
আদমদীঘি ও দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দকে (৩৫) অস্ত্রের মুখে মাইক্রোবাসযোগে অপহরণের সাড়ে ৩ ঘন্টা পর আদমদীঘি এলাকা থেকে তার লাশ উদ্ধার এবং মাইক্রেবাসসহ চালক সানোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া ও আদমদীঘি থানা পুলিশ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রাম এলাকা থেকে তাকে উদ্ধার করে। নিহত পিন্টু আকন্দ নওগাঁ লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। তিনি দুপচাঁচিয়া উপজেলা সদরে পাদুকার শোরুমে ব্যবসা করতেন। আটক মাইক্রোবাস চালক দুপচাঁচিয়া উপজেলার উত্তর সাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস এলাকায় লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দের শোরুমের সামনে একটি সাদা রংয়ের মাইক্রোবাস থামিয়ে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে অস্ত্রে মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহৃত পিন্টু আকন্দকে দুর্বৃত্তরা কৌশলে হত্যা করে মাইক্রোবাসের সিটের নিচে লাশ ঢেকে রাখে। এর সাড়ে ৩ ঘন্টা পর রাত সাড়ে ১২টার দিকে আদমদীঘি-তিলোকপুর সড়কের কোমারভোগ গ্রাম এলাকায় মাইক্রেবাসটি অচল হলে দুর্বৃত্তরা লাশ ও মাইক্রোবাস ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে পুলিশ প্রযুক্তির মাধ্যমে মাইক্রোবাসটির অবস্থান শনাক্ত করে উল্লেখিত স্থান থেকে লাশ উদ্ধার করে। রাতেই দুপচাঁচিয়া থানা পুলিশ মাইক্রোবাস ও চালক সানোয়ার হোসেনকে আটক করে নিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ঘটনাস্থল দুপচাঁচিয়া থানা এলাকায় সেখানে আইনি ব্যবস্থা নিবে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, অপরাধিদের চিহ্নিত করে গ্রেপ্তারের তৎপরতা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151159