নির্ধারিত সময়ে নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

নির্ধারিত সময়ে নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন হবে—এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আর এখন জনগণ তা প্রয়োগের জন্য মুখিয়ে আছে।

সোমবার সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর-এর সঙ্গে টেলিফোন আলাপে নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, বাণিজ্য-শুল্ক ইস্যু এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। প্রায় আধা ঘণ্টার এই আলাপে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার বিষয়টি তুলে ধরা হয়।

ড. ইউনূস জানান, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন বাধাগ্রস্ত করতে চেষ্টা করলেও অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ‘আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই, যেন এটি স্মরণীয় হয়।’

আলাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151144