এনসিপি নেতাকে গুলি: সেই নারী আটক

এনসিপি নেতাকে গুলি: সেই নারী আটক

খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় সন্দেহভাজন নারী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম।

এর আগে সোমবার রাত পৌনে ১১টার দিকে মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তিনি আশঙ্কামুক্ত। ভুক্তভোগী ও এনসিপি নেতাদের দাবি, গাজী মেডিক্যাল কলেজের সামনে গুলির ঘটনা ঘটে। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, নগরীর মজিদ সরণীর আল আসকা মসজিদ গলির একটি বাসায় ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ওই বাসা থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মাদক ও চাঁদাবাজির অর্থ ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটক তনিমার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151139