চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দেশে অবৈধ অনুপ্রবেশকালে নারীসহ ২৭ বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্তে শিশু ও নারীসহ ২৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দুই দফায় তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে আটক করে বিজিবি। পরে জিডি করে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়। এদিকে এ ঘটনায় আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সীমান্তে পতাকা বৈঠক করেছে বিজিবি।
বিজিবি ও পুলিশ জানায়, আজ সোমবার (২২ ডিসেম্বর) ভোরে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৫ জন শিশু, ১০ জন নারী, ১০ জন পুরুষ ও ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন।
সংশ্লিস্ট চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের-৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন সময় পাসপোর্ট ছাড়া কাজের সন্ধানে ভারতে যাবার পর ফেরৎ আসার সময় আন্তর্জাতিক সীমান্তে বিজিবি টহল দলের হাতে আটক হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক বলেন, আটক হওয়া বাংলাদেশি নাগরিকরা গত ২ থেকে ১০ বছর আগে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন এলাকায় যাবার পর অবৈধ অনুপ্রবশের দায়ে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হন। পরে কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের উপজেলা প্রশাসনের ডাকবাংলোতে পুলিশি পাহারায় থাকার ব্যবস্থা করা হয়েছে। ওসি আরও বলেন, তাদের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং পরিচয় যাচাইবাছাই শেষে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয়া হবে। তারা যশোর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, নারায়নগঞ্জ ও ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151134