খুলনায় এনসিপি নেতাকে গুলি : চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র বাড়তি সতর্কতা, কুকুর নিয়ে তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ৪৯টি অতিরিক্ত টহল দল ও ২৮টি অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জ শহরে মোতায়েন করা হয়েছে এক প্লাটুন বিজিবি।
শহর ঘেঁষা ২টি স্থায়ী চেকপোস্টেও জনবল বাড়িয়ে যানবাহন তল্লাশি শুরু হচ্ছে। কুকুর নিয়ে যানবাহনে তল্লাশি করছে বিজিবি। আজ সোমবার (২২ ডিসেম্বর) গুলির ঘটনার পর বিকেল থেকে বিজিবি প্রায় চারিদিকে সীমান্ত ঘেঁরা জেলায় এই তৎপরতা শুরু করে। সীমান্তে দায়িত্বরত বিওপিগুলির লোকবল বাড়ানো হয়েছে বলেও বিজিবি সূত্রে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,জেলার সদর,শিবগঞ্জ ও দায়িত্বপূর্ণ রাজশাহীর গোদাগাড়ি সীমান্তে অতিরিক্ত ২টি সহ আওতাধীন ১৭টি বিওপি থেকে অতিরিক্ত টহল দল কাজ শুরু করেছে। এ ছাড়া ২টি অতিরিক্ত টহল দল এবং জনবল বাড়িয়ে ২টি স্থায়ী ও ২টি অস্থায়ী চেকপোস্ট কাজ শুরু করেছে। শহরে ১ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন,শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা সীমান্তে ২০টি অতিরিক্ত টহল দল ও ১০টি অতিরিক্ত চেকপোস্ট কাজ করছে। জেলার গোমস্তাপুর উপজেলা সীমান্ত পাহারা দেয়া নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরফিুল ইসলাম মাসুম বলেন, ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অতিরিক্ত ১২টি টহল দল ও অতিরিক্ত ১৪টি চেকপোস্ট কাজ শুরু করেছে। যে কোন অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অতিক্রম রোধে কঠোর নজরদারি করছে বিজিবি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151132