বগুড়ার ধুনটে এলডিপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোননীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ খাঁন কুদরত-ই সাকলায়েন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার প্রতীলতা বর্মনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় এলডিপি’র উপজেলা সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, পৌর কমিটির সভাপতি ইমদাদুল হক রনি ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাঁন কুদরত-ই সাকলায়েন ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের বাসিন্দা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। দীর্ঘদিন তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
২০১৫ সালে খাঁন কুদরত-ই সাকলায়েন এলডিপিতে যোগদান করেন। বর্তমানে তিনি এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য। এছাড়াও ঢাকা মহানগর ল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151129