বিপিএল শুরুর দিনেই ‘সংক্ষিপ্ত আকারে’ হবে উদ্বোধনী অনুষ্ঠান
স্পোর্টস ডেস্কঃ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। প্রথম দিনেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। একই দিনে সংক্ষিপ্ত পরিসরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এ সময় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, ক্রিকেট ও ক্রীড়া অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। আগে ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়।
মিঠু বলেন, বর্তমান পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হওয়ায় বারবার পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে। ২৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা না যাওয়ায় ২৬ ডিসেম্বর ম্যাচের দিন সংক্ষিপ্ত আকারে আয়োজন করা হবে। সূচি পরিবর্তনের সুযোগ না থাকায় ওই দিনই টুর্নামেন্ট শুরু করা হচ্ছে। শুক্রবার হওয়ায় নামাজের সময় বিবেচনায় ম্যাচের সময় বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করা হবে। তিনি জানান, প্রেসিডেন্ট ও স্পোর্টস সেক্রেটারির উপস্থিতিতে হ্যান্ডশেকসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাশাপাশি শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। মাঠে অস্থায়ী স্টেজে স্বল্প সময়ের সাংস্কৃতিক আয়োজনও থাকবে। প্রথম পর্বের অনুষ্ঠান জুমার নামাজের পর সোয়া ২টায় শুরু হয়ে ১৫ মিনিটের মধ্যেই শেষ করা হবে। এছাড়া দুই ম্যাচের বিরতিতেও সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151103