বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাবেক এমপি মোশারফ
কাহালু ও নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন কাহালু ও নন্দীগ্রাম থেকে পৃথক পৃথকভাবে তার মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার দলীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাশপিয়া তাসরিনের কাছ থেকে মনোয়নপত্র সংগ্রহ করেন।
এসময় তার সাথে ছিলেন- উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মো. আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বীরকেদার ইউপি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন প্রামানিক একদিন তিন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আরার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151089