টি-টোয়েন্টিতে ৪৫ বার ম্যাচসেরা সাকিব!
স্পোর্টস ডেস্ক : ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক। এরপর থেকে ১৯ বছর ধরে এই ফরমেটে খেলে যাচ্ছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। যদিও জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৪ বিশ্বকাপেই খেলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এই দীর্ঘ পথচলায় ৪৫ বার ম্যাচসেরা হয়েছেন সাকিব, যা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।
আইএল টি-টোয়েন্টিতে রোববার (২১ ডিসেম্বর) রাতে এমআই এমিরেটসের হয়ে দুর্দান্ত বোলিং করেন সাকিব। ব্যাট হাতে অপরাজিত ১৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে বল হাতে নাকানিচুবানি খাওয়ান প্রতিপক্ষকে। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। পরে, ৪৫তম বারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচসেরার পুরস্কার জেতেন।
ম্যাচসেরার সংখ্যায় এখন অ্যালেক্স হেলস আর রশিদের পাশে ৩৮ বছর বয়সী সাকিবের নাম। ৪৬৫ ম্যাচ খেলে এই কীর্তি অর্জন করেন বাংলাদেশি এই ক্রিকেটার। যেখানে পৌঁছাতে হেলসের ৫২৪ ম্যাচ ও রশিদের ৫০৪ ম্যাচ লাগে। টি-টোয়েন্টি ক্রিকেটে এই তিনজনের চেয়ে বেশিবার ম্যাচসেরা হয়েছেন কেবল তিন ক্রিকেটার।
সবার ওপরের নামটি ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের। টি-টোয়েন্টিতে ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার সেরার পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই বিস্ফোরক ওপেনার। যৌথভাবে দুই নম্বরে আরেক ক্যারিবিয়ান কাইরন পোলার্ড ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৭২৮ ম্যাচ খেলে ৪৮ বার সেরা হয়েছেন পোলার্ড, ৪৮৯ ম্যাচ খেলে ৪৮ বার ম্যাক্সওয়েল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151030