প্রেম-বিচ্ছেদ ও বিয়ে নিয়ে মুখ খুললেন বিন্দু
বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র পডকাস্টে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মডেল ও অভিনেত্রী আফসান আরা বিন্দু। সেখানে ব্যক্তিজীবন ও ক্যারিয়ার প্রসঙ্গ নিয়ে দীর্ঘ সময় কথা বলেন।
আলাপচারিতার এক পর্যায় সঞ্চালক বিয়ে-বিচ্ছেদ সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী জানান, ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তার সংসার ভেঙে গেছে। বিন্দু বলেন, আমি আনুষ্ঠানিকভাবে বিষয়টি কখনও জানাইনি। তাই অনেকের ধারণা আমি বিবাহিত। কিন্তু বাস্তবে আমি বিবাহিত নই। হ্যাঁ, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে। বিন্দু আরও বলেন, ২০২২ সালে বিচ্ছেদ হলেও ২০১৭ সাল থেকে আলাদা ছিলাম। আমার সংসারের জার্নিটা খুব ছোট ছিল। তার মাঝখানে ছিল অনেক বড় একটা সেপারেশন। বিয়ের পর নিজে থেকেই কাজ কমিয়ে দিই, পরিবার থেকে কোনো চাপ ছিল না। আমি আসলে পরিবারকে বেশি সময় দিতে চেয়েছিলাম।
বিচ্ছেদের কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, আলাদা হওয়ার জন্য অনেক সময় অনেক বড় ঘটনা থাকে, অনেক কারণ থাকে। আবার কখনো কখনও আলাদা হওয়ার জন্য খুব বড় কোনো কারণও দরকার হয় না। এ বিষয়টা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ এ প্রসঙ্গে কথা বলতে হলে আমার আরও একজনকে নিয়ে কথা বলতে হবে, যে মিডিয়ার বাইরের একজন মানুষ। তাই তাকে বিব্রত করতে চাই না। এটুকু সম্মান আমি তাকে দিতে জানি।
এরপরই ঢালিউড চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে বিন্দুর প্রেম জীবন নিয়ে জানতে চান সঞ্চালক। এ প্রসঙ্গে বিন্দু একটু অস্বস্তিবোধ করেই বলেন, তখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। এখন এটা বিপদজনক প্রশ্ন। অভিনেত্রী প্রেম প্রসঙ্গে না বলতে চাইলেও সঞ্চালক সিলমোহর দেন বিন্দুর এক সময় প্রেমের সম্পর্ক ছিল আরিফিন শুভর সঙ্গে। কিন্তু সে প্রেমর সম্পর্ক কেন ভেঙে গেল সে উত্তর বিন্দুর কাছ থেকে শুনতে চান তিনি। জবাবে এ তারকা বলেন, আসলে এর উত্তর আমার কাছে নেই। এখানে থার্ড পারসনের অস্তিত্বও ছিল না। এখন দুটি মানুষের জার্নি যে একইসঙ্গে একই ডেস্টিনেশনে শেষ হবে এমন তো কোনো কথা নেই। আসলে ওই সময়টা আমি কাজের প্রতিই বেশি মনোযোগী ছিলাম। আমার সহকর্মী যার কথা বলছেন তিনিও তাই। কাজের বাইরে আসলে কিছু ওভাবে ভাবা হয়নি হয়তো।
প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রাখেন বিন্দু। প্রথম কাজ করেন তৌকীর আহমেদ পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায়। সৌন্দর্য, সাবলীল অভিনয়ের কারণে অল্প সময়েই দর্শকের মন জয় করে নেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151029