নৌশক্তি বাড়ানোর ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের

 নৌশক্তি বাড়ানোর ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স তার নৌবাহিনীর জন্য নতুন একটি বিমানবাহী রণতরি নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁ। রোববার (২১ ডিসেম্বর) আবুধাবির একটি সামরিক ঘাঁটিতে ফরাসি সেনাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। 

ম্যাক্রোঁ বলেন, আমাদের শক্তিশালী হতে হবে, যেন আমাদেরকে ভয় করা হয়। বিশেষ করে সমুদ্রে শক্তিশালী হওয়ার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি, ফ্রান্সকে নতুন একটি বিমানবাহী রণতরি দিয়ে সজ্জিত করা হবে। তিনি জানান, সাম্প্রতিক প্রতিরক্ষা পরিকল্পনা পর্যালোচনার পর এবারের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এই সপ্তাহেই বৃহৎ পরিসরের এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, নতুন বিমানবাহী রণতরি বর্তমান ‘শার্ল দ্য গল’ রণতরিকে ২০৩০ দশকের শেষের দিকে প্রতিস্থাপন করবে। ম্যাক্রোঁ বলেন, ‘এই নতুন বিমানবাহী রণতরি আমাদের জাতির শক্তির প্রতীক হবে। এটি শিল্প ও প্রযুক্তিগত ক্ষমতার প্রতিফলন ঘটাবে, যা সমুদ্র পথে স্বাধীনতা রক্ষায় এবং বর্তমান বৈশ্বিক অস্থিরতার সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এদিনই ফরাসি প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান। তিনি সেখানে ফরাসি সেনাদের সঙ্গে বড়দিন কাটানোর পাশাপাশি আমিরাত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা করেন। খবর : আনাদোলু

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151023