বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ-সম্পাদক জিহাদ কাজী
বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন (পূর্বনাম) রেজিঃ নং-রাজঃ-১৬৯১ বগুড়া-এর নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হোসাইন আহমেদ আকাশ গত ৮ডিসেম্বর সন্ধ্যায় কার্যকরী কমিটির নির্বাচনে চূড়ান্ত নির্বাচিত কর্মকর্তা হিসেবে সদস্যদের নাম ঘোষণা করেছেন ।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মোট ১৩ টি পদে একটি করে মোট ১৩ টি বৈধ মনোনয়ন পত্র জমা পরায় এবং কোন পদে একের অধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ০৮/১২/২০২৫ ইং তারিখ হতে আগামী ০৩ (তিন) বৎসরের জন্য বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন (পূর্বনাম) রেজিঃ নং-রাজঃ-১৬৯১, ঠিকানা-রেলওয়ে মার্কেট সেন্ট্্রাল মসজিদের দক্ষিনপার্শে, ষ্টেশনরোড, বগুড়া সদর, বগুড়া -এর কার্যকরী কমিটির নির্বাচনে চূড়ান্ত নির্বাচিত কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে আলিফ মাহমুদ (ছাতা প্রতীকে) সভাপতি এবং জিহাদ কাজী (হরিণ প্রতীকে) বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন (পূর্বনাম) রেজিঃ নং-রাজঃ-১৬৯১ এর নির্বাহি কমিটির নির্বাচনে রিয়াজ আহমেদ কার্যকরি সভাপতি, কদম আলী- সহ সভাপতি, আব্দুল হাকিম-সহ সাধারণ সম্পাদক, আব্দুল-সাংগঠনিক সম্পাদক, সোহেল রানা- সহ-সাংগঠনিক সম্পাদক, চঞ্চল হোসেন-অর্থ সম্পাদক, এরশাদ হোসেন-দপ্তর সম্পাদক, মোকছেদুল- ধর্মীয় সম্পাদক, নাজিম-ক্রীড়া সম্পাদক, ইসরাফিল- সমাজকল্যাণ সম্পাদক, ইকরাম- প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গত ১৮/১২/২০২৫ ইং তারিখে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন (পূর্বনাম) রেজিঃনং রাজঃ-১৬৯১ এর নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভায় ইউনিয়ন কে গতিশিল ও সুন্দর ভাবে শ্রমিকদের কল্যোণে কাজ করার লক্ষে সর্বসম্মতি ক্রমে আজগর আলী’কে প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটিতে আরও রয়েছেন এ্যাডভোকেট শাহিন মিয়া, আল-আমীন, আসলাম হোসেন বিপু, মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম, এজাজ আহমেদ আসলাম, নুর আলম। খবর বিজ্ঞপ্তি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151020