বগুড়ার গাবতলীতে বেদে শাকিলকে খুনের ঘটনায় বিশু গ্রেফতার! চাকু উদ্ধার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে শাকিল (২৮) নামে এক বেদে হত্যা মামলার আসামি বিশু মিয়াকে (৪৫) শনিবার রাতে র্যাব-১২ বগুড়া, সিপিসি-২ সাভার ও র্যাব-৪ সদস্যরা ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। তাকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে ধৃত আসামিকে সাথে নিয়ে গিয়ে গাবতলীর নারুয়ামালা ইটভাটা এলাকায় একটি কালভাটের নিচে থেকে খুনের কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
জানা গেছে, গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের ইছামতি নদীর তীরে দীর্ঘদিন থেকে বেদে সম্প্রদায়ের লোকজন বসবাস করে আসছিলেন। গত ১০ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টায় হোসেনপুর গ্রামের রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তি মোবাইল চুরির উদ্দেশ্যে বেদে পল্লিতে গেলে বেদেরা রাশেদকে আটকে রাখে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে পরদিন জানালে ১১ ডিসেম্বর সকালে বিচার করার আশ্বাস দেন তিনি।
এ ঘটনা রাশেদের পরিবারের লোকজন জানতে পেরে তার বড় ভাই বিশু মিয়া ১০/১২ জনের একটি দল নিয়ে ধারালো অস্ত্রসহ বেদে পল্লিতে হামলা চালিয়ে শাকিল হোসেনের বুকে ও পেটে ছুরিকাঘাত করলে শাকিল গুরুতরভাবে আহত হন। এসময় তাকে উদ্ধার করে গাবতলী হাসপাতালে নেয়ার সময় রাস্তার মধ্যে তিনি মারা যান। শাকিল ঢাকা সাভারের পোড়াবাড়ী গ্রামের বিপ্লব মিয়ার ছেলে।
এ হত্যার ঘটনায় নিহত শাকিলের ভাই রাকিব বাদি হয়ে গাবতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী পুলিশ অফিসার ইউসুফ আজ রোববার (২১ ডিসেম্বর) বিশু মিয়াকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150993