জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

শহীদ শরিফ ওসমান হাদীর জানাজায় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটিও বাস্তবায়ন না হওয়ায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনটি আগামীকাল সোমবার (২১ ডিসেম্বর) শহীদ হাদি চত্বরে (শাহবাগ) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

আজ রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টায় ইনকিলাব মঞ্চ তথ্যটি নিশ্চিত হয়েছে। 

ইনকিলাব মঞ্চের অভিযোগ, দাবি ঘোষণার পরও স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেননি। একই সঙ্গে সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে ‘হাসিনার চর’দের গ্রেফতারের দাবি উপেক্ষিত রয়ে গেছে।

সংগঠনটির আরও দাবি, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

এই প্রেক্ষাপটে আগামী দিনের কর্মসূচি ও দাবিসমূহ স্পষ্ট করতে ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, শহীদ শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারকালে গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশের সর্ববৃহৎ জমাতের মধ্য দিয়ে তার জানাজা সম্পন্ন হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের মাজার চত্বরে তাকে সমাধিস্থ করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150981