নওগাঁর রাণীনগরে ৩টি গরু চুরি

নওগাঁর রাণীনগরে ৩টি গরু চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাতের আঁধারে কৃষকের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। গতকাল শনিবার মধ্যরাতে কোন এক সময় উপজেলার একডালা ইউনিয়নের পাকুরিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক পাকুড়িয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে মারুফ জানান, আমরা প্রতি দিনের মতো সন্ধ্যার পর গোয়াল ঘরে ৪টি গাভী রেখে দরজায় তালা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখতে পাই গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ৪টি গরু চোরেরা নিয়ে যায়। ভাগ্যক্রমে একটি গরু চোরের হাত থেকে ছুটে আমার গোয়াল ঘরে আসে।

যে ৩টি গরু চোরেরা নিয়ে গেছে গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২লাখ টাকার বেশি। বেশ কিছুদিন উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাওয়ায় কৃষকরা আতঙ্কে রয়েছেন।

একডালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শরিফুল ইসলাম জানান, গরু চুরির খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত আমার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তারপরও আমরা চুরি হওয়া গরুগুলো উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150957