বগুড়ার শাজাহানপুরের নিশ্চিন্তপুর এলাকায় বোর্ড মিলে ভয়াবহ আগুন
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরের নিশ্চিতপুর এলাকার মেসার্স ভাই ভাই বোর্ড মিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে এই আগুনের ঘটনায় পুরো মিলের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনে প্রতিষ্ঠানটির প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মিল মালিক আব্দুল হান্নান।
জানা গেছে, বগুড়ার শাজাহানপুরের নিশ্চিতপুর ও বগুড়া পৌরসভার ২১নং এলাকার দ্বিতীয় বাইপাস সড়কসংলগ্ন মেসার্স ভাই ভাই বোর্ড মিলে কাগজ দিয়ে বিভিন্ন পণ্যের কার্টুন তৈরি করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় মিলটিতে হঠাৎ-ই আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে মিল মালিক আব্দুল হান্নান ফায়ার সার্ভিসে খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বগুড়া ফায়ার সার্ভিসের লোকজন এসে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত মিল মালিক আব্দুল হান্নান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পাই মিলে আগুন লেগেছে। এই আগুনে মিলের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন এটি নাশকতামূলক কাজ, এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানতে চাইলে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই আগুনে প্রতিষ্ঠানটির ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে ক্ষতিগ্রস্ত মিল মালিক চাইলে তদন্ত করে আগুনের প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150955