মব সন্ত্রাস ও শিশু হত্যার বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

মব সন্ত্রাস ও শিশু হত্যার বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে সাত বছরের শিশু আয়শা আক্তারকে হত্যার প্রতিবাদ ও দেশব্যাপী চলমান ‘মব সন্ত্রাস’ বন্ধ এবং এসকল বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
 
আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের ওপর যে মব সন্ত্রাস চালানো হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভালুকায় শ্রমিক হত্যা এবং লক্ষ্মীপুরে मासूम শিশুকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে খুনিরা মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা অবিলম্বে এই ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "শান্তিপূর্ণ জনপদকে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিটি কর্মী রাজপথে সজাগ রয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন শাওন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ।
বক্তারা বলেন, দেশব্যাপী মব জাস্টিসের নামে যে নৈরাজ্য চলছে, তা রুখতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। বিশেষ করে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ ও শিশু হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150945