কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ইমরান খানের
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, ন্যায়বিচারের সকল পথ বন্ধ হওয়ায় প্রতিবাদই এখন একমাত্র বিকল্প। এজন্য কর্মী-সমর্থকদের রাস্তায় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার খাইবার-পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা দলীয় প্রধানের এ বার্তা তুলে ধরেন। তোশাখানা মামলায় একটি বিশেষ আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডের সাজা দেয়ার পর তিনি এ সংবাদ সম্মেলন করেন। রাজা সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে নির্জন কারাগারে রাখা হচ্ছে। তিনি দাবি করেছেন, পরিবারের সদস্যদের আদালত কক্ষে যেতে বাধা দেয়া হয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার ও বৃহস্পতিবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে। আদালতের আদেশ সত্ত্বেও সাক্ষাতের অনুমতি দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। রাজা জানান, ইমরান খান তার অবস্থান থেকে এক ইঞ্চিও পিছপা হবেন না এবং প্রয়োজনে শহীদ হয়েও জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত।
রাজা ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, বিচার বিভাগের দরজা বন্ধ হয়ে গেছে, আদালতে শুনানি হচ্ছে না এবং ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না, কাজেই প্রতিবাদই একমাত্র পথ।খবর : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150940