ভেনেজুয়েলার উপকূলে আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করলো যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার উপকূলে আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার উপকূলের কাছে নতুন করে আরেকটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ‘সেঞ্চুরিজ’ নামের ট্যাংকারটি চীনা মালিকানাধীন। নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে এটি দ্বিতীয় দফায় তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনা। কারাকাস এটিকে ‘চুরি ও অপহরণ’ হিসেবে উল্লেখ করেছে। 

এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোয়েম বলেন, মার্কিন যুদ্ধ দপ্তরের সহায়তায় কোস্টগার্ড ২০ ডিসেম্বর ভোরে একটি তেল ট্যাংকার জব্দ করে। এটি সবশেষ ভেনেজুয়েলায় নোঙর করেছিল। পোস্টটির সঙ্গে প্রায় আট মিনিটের একটি ভিডিও যুক্ত ছিল। যেখানে দেখা যায়, সমুদ্রে একটি বড় ট্যাংকারের ডেকের ঠিক ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ছে। হোমল্যান্ড সিকিউরিটির আরেকটি পোস্টে জাহাজটির নাম ‘সেঞ্চুরিজ’ উল্লেখ করা হয়। বলা হয়, এটি মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল বহন করছিল বলে সন্দেহ করা হচ্ছে। 

অনলাইন তেল পরিবহন ও মজুত পর্যবেক্ষণ সেবা ট্যাংকার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ‘সেঞ্চুরিজ’ চীনা মালিকানাধীন ও পানামার পতাকাবাহী তেল ট্যাংকার। চলতি মাসের শুরুতে এটি ভেনেজুয়েলার একটি বন্দরে ১.৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করে। ভেসেলফাইন্ডার ডেটাবেসেও জাহাজটির সবশেষ অবস্থান ভেনেজুয়েলার উপকূলের কাছে দেখানো হয়েছে। এএফপির পর্যালোচনায় দেখা গেছে, সেঞ্চুরিজ যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞাভুক্ত কোম্পানি ও ব্যক্তিদের তালিকায় নেই।কারাকাস ট্যাংকার জব্দের ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, আইন ও ইতিহাসের কাছে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দিতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150935