বগুড়ায় দু’টি আসন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়ায় দু’টি আসন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। 

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন-এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি জিএম সিরাজ, বগুড়া শহর বিএনপি’র সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল উপস্থিত ছিলেন। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150921