শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বর্তমানে স্বাভাবিক

শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ,  বর্তমানে স্বাভাবিক

যাত্রীবাহী বাসে এক শ্রমিককে ‘তুলে নেওয়ার’ অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পিএ নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই শ্রমিককে থানায় নিয়ে আসলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে সৌখিন পরিবহনের চালকের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

এ ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রেখে অন্য যানবাহন ছেড়ে দেন শ্রমিকরা।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে ওই শ্রমিককে সৌখিন পরিবহনের কর্তৃপক্ষ ভালুকা থানায় নিয়ে আসছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150919