সাংবাদিক ইলিয়াসের দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টও সরিয়ে দিলো মেটা
সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন-এর আরও একটি ফেসবুক পেজ সরিয়ে নিয়েছে মেটা। শুক্রবার রাতে তার প্রায় ২২ লাখ অনুসারী থাকা ভেরিফায়েড পেজটি রিমুভ করা হয়। একদিনের ব্যবধানে ইলিয়াসের দুটি ফেসবুক পেজই মুছে গেল।
এর আগে ২০ লাখের বেশি ফলোয়ার থাকা একটি ভেরিফায়েড পেজ রিমুভ হয়। পরে তিনি ৮ লাখের বেশি অনুসারী থাকা আরেকটি পেজ ব্যবহার শুরু করলেও সেটিও ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দেয়। বর্তমানে পেজ দুটি সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না।
১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের সময় ইলিয়াস হোসেনের এসব পেজ থেকে ধারাবাহিকভাবে উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপরই মেটা একদিনের ব্যবধানে দুটি পেজ রিমুভ করে।
উল্লেখ্য, সহিংসতা উস্কে দেওয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের স্পষ্ট লঙ্ঘন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150888