ইতালি যাওয়ার পথে সাগরে নিখোঁজ উল্লাপাড়ার স্বাধীন, দালাল গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংসারের অভাব ও ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে স্পিডবোট উল্টে সাগরে নিখোঁজ হন কলেজ ছাত্র রফিকুল ইসলাম স্বাধীন। গত ১২ নভেম্বর লিবিয়ার বেনঘাঁগী উপকূলীয় অঞ্চল থেকে স্পিডবোটে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার পথে স্পিডবোটটি উল্টে যায় বলে জানান স্বাধীনের সাথে থাকা বেঁচে যাওয়া ফজলুল হক।
স্বাধীন উল্লাপাড়া উপজেলা ভুতগাছা গ্রামের ফিরোজ আহমেদের ছেলে। দালালের মাধ্যমে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ ত্যাগ করেন স্বাধীন। এ ঘটনায় এলাকাবাসী গতকাল শনিবার সন্ধ্যায় দালাল আবুল কালামকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়।
স্বাধীনের বাবা ফিরোজ আহমেদ জানান, উপজেলার ঘিয়ালা গ্রামের আবুল কালামের ছেলে সাদ্দাম ইতালিতে চাকরি করেন। এই সুবাদে বাংলাদেশ থেকে ইতালি লোক পাঠায় সে। পরে তার সাথে যোগাযোগ করে ছেলে স্বাধীনকে ইতালিতে পাঠানোর জন্য জমি-জমা বন্ধক রেখে এবং বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে ২৫ লক্ষাধিক টাকা কয়েকটি কিস্তিতে প্রদান করেন।
চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে আবুল কালাম তার ছেলে এবং পার্শ্ববর্তী পারতেঁতুলিয়া গ্রামের আব্দুল মোনায়েমের ছেলে ফজলুল হককে বাড়ি থেকে নিয়ে যায়। এরমাঝে যোগাযোগ থাকলেও ১২ নভেম্বরের পর থেকে তার ছেলের সাথে কোন যোগাযোগ ছিল না। গতকাল স্বাধীনের সাথে যাওয়া ফজলুল হক বাড়ি ফিরলে তার থেকে জানতে পারেন ইতালি যাওয়ার পথে স্পিডবোট ডুবে নিখোঁজ হন স্বাধীন।
ফেরত আসা ফজলুল হক জানান, তারা বেশ কয়েকমাস ধরে প্রথমে চেন্নাই থেকে নৌপথে দুবাই, মিশর, শ্রীলংকা ও সর্বশেষ লিবিয়াতে গিয়ে পৌঁছান। লিবিয়ার উপকূলীয় অঞ্চলে গ্রেম নামক একটি ঘরে তাদের রাখা হয়। সেখানে মাঝে মাঝেই মারধর করা হতো তাদের। সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। দিনে মাত্র একবার খেত দিত তারা।
এ অবস্থায় পরবর্তীতে ১২ নভেম্বর স্পিডবোটে বিভিন্ন দেশের শতাধিক যুবককে তুলে সাগর পথে ইতালির অভিমুখে যাত্রা করায় দালালের লোকজন। কিন্তু কয়েকদিনের মধ্যেই স্পিডবোট উল্টে সবাই ডুবে যান। তিনি আরও জানান, অচেতন অবস্থায় সাগরে টহলরত একটি উদ্ধারকারী সংস্থা তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে চিকিৎসা দিয়ে সুস্থ করে বিমানযোগে বাড়িতে ফেরার ব্যবস্থা করে দেয়।
তবে কোন সংস্থা তাকে উদ্ধার করে বাড়ি পাঠায় তা সঠিক বলতে পারেননি তিনি। ফজলুলের ধারণা স্বাধীন মারা গেছেন। স্বাধীনের মা নার্গিস খাতুন গতকাল শনিবার বিকেলে তার ছেলের ছবি নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে তার ছেলের সন্ধান দাবি করেন। সেইসাথে দালাল আবুল কালামের উপযুক্ত শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, ফজলুল হকের কাছ থেকে খবর পেয়ে স্বাধীনের পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় গতকাল শনিবার দুপুরে উপজেলা বড়হর বাজারে দালাল আবুল কালামকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বাধীনের পরিবার থেকে এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150881