বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগরে বাড়িতে চুরি
বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর এলাকায় এক বাড়িতে চুরি হয়েছে। চোরেরা ৩ ভরি ৮ আনা সোনার গহন ও ৭০ হাজার টাকা নিয়ে গেছে। সাখাওয়াত হোসেন স্বাধীন গতকাল শুক্রবার দুপুরে বাড়িতে তালা দিয়ে সারিয়াকান্দি বেড়াতে যায়। এই সুযোগে ছুরির ঘটনা ঘটে। তিনি রাত ৮টায় বাড়ির প্রধান দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন শয়ন ঘরে কাপড় চোপড় মেঝেতে ছিটানো।
ঘরের ভিতরে থাকা পার্টেক্সে ড্রায়ারে থাকা ৩ ভরি ৮ আনা স্বর্ণ ও ৭০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। তাৎক্ষনিক ভাবে নিকট আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ১১টায় চুরি হওয়া বাড়ি পরিদর্শন করেন স্টেডিয়ার ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান।
স্টেডিয়াম ফাঁড়ীর অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল দেখেছি। বাড়ি বন্ধ থাকায় গলি দিয়ে এসে জানালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে চোর। চুরি হওয়ার ঘটনাস্থলের সিসি ফুটেজ হাতে পেয়েছি। চোরকে ধরতে পুলিশ কাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150872