বগুড়ায় হাদির মাগফেরাত কামনায় শহর জামায়াতের দোয়া মাহফিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাইযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনা করে আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আইন কলেজ মাঠে বগুড়া শহর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সহকারী সেক্রেটাির এড. আল আমিনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, আজগর আলী, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, মিজানুর রহমান, আজাহার আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবিদুর রহমান সোহেল বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা করলেও লাখ লাখ হাদি তৈরি হয়েছে। হত্যা করে ফ্যাসিবাদবিরোধী চলমান আন্দোল বন্ধ করা যাবে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিস্ট সরকারমুক্ত হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তাদের সর্বশেষ টার্গেটের শিকার হয়েছেন আমাদের ভাই ওসমান হাদি। হামলা ও শাহাদাতের ভয় দেখিয়ে তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা যাবে না। হাদির হত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে শহিদ শরীফ ওসমান হাদি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।
পতিত হাসিনার ষড়যন্ত্র থেকে মাতৃভূমিকে রক্ষায় দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। পরে হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150871