বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৩
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রী সহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
আহতরা হলেন, উপজেলার মরিচতলা গ্রামের জাহাঙ্গীর আলম (৫৩) তার স্ত্রী পারভীন বেগম (৫০) ও পারভীন খাতুনের ভাই মিস্টার হোসেন (২৫)। আহতদের প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মরিচতলা গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রতিবেশী শামাউন সরকারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ রয়েছে। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উভয় পরিবারের মধ্যে বিরোধের এক পর্যায়ে শামাউন ও তার লোকজনের হামলায় স্বামী ও স্ত্রী সহ ৩ জন আহত হয়েছে।
এ ছাড়া হামলাকারীরা জাহাঙ্গীর আলমের ব্যটারী চালিত একটি ইজিবাইক ভাংচুর করে ২০ হাজার টাকার ক্ষতি করেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমের মেয়ে রুপছানা খাতুন থানায় অভিযোগ করেছেন। ওই অভিযোগে শামাউন সরকার সহ ৭জনকে প্রতিপক্ষ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শ্যামাউনের সঙ্গে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। ধুনট থানার ডিউটি অফিসার এসআই আমেনা খাতুন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150866