জয়পুরহাটের ক্ষেতলালে সমাজসেবা অফিসে ঝুলন্ত অবস্থায় অফিস সহায়কের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালে সমাজসেবা অফিসে ঝুলন্ত অবস্থায় অফিস সহায়কের মরদেহ উদ্ধার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলাল সমাজসেবা অফিসে মাহবুব আলম জনি (৩৫)নামের  অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় সমাজসেবা অফিসের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান ওই অফিসের কাজের বুয়া জোবেদা খাতুন।

উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন বলেন, গত বৃহস্পতিবার অফিস করে বাসায় যান। শনিবার সকালে তাকে অফিসিয়াল কাজের জন্য একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় না। অবশেষে অফিসের পার্ট টাইম কাজের রাখা বুয়াকে ফোন করলে তিনি জানায়, মাহবুব আলম জনির ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ জনির মরদেহ উদ্ধার করে। নিহত জনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। সে বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের বাসিন্দা। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সমাজসেবা অফিসের অফিস সহায়ক মাহবুব আলম জনির লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150863