বগুড়ায় ৮ম শ্রেণির স্কুলছাত্র সীমান্ত নিখোঁজ

বগুড়ায় ৮ম শ্রেণির স্কুলছাত্র সীমান্ত নিখোঁজ

স্টাফ রিপোর্টার : বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার ১৪ বছর বয়সী স্কুলছাত্র মো. সীমান্ত ইসলাম নিখোঁজ হয়েছে। সে স্থানীয় ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর মা সুমনা আক্তার জানান, গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার ছেলে পাশের কালশিমাটি গ্রামে জনৈক শাহাদুলের স্ত্রীর কাছ থেকে ৪০০ টাকা নিয়ে বিদ্যুতের মিটার রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়।

পরে রিচার্জ করতে গিয়ে পকেটে থাকা টাকা না পেয়ে ভয় সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সীমান্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় গতকাল শুক্রবার রাতে একটি অভিযোগ দায়ের করা হয়। নিখোঁজ সীমান্ত ইসলামের-উচ্চতা সাড়ে ৪ ফুট, গায়ের রং ফর্সা, চুল কালো ও ছোট, শারীরিক গঠন হালকা-পাতলা এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি ব্লু রঙের ট্রাউজার, ছাই রঙের হাফহাতা গোলগলা গেঞ্জি, পায়ে স্যান্ডেল এবং সঙ্গে একটি সবুজ রঙের বাইসাইকেল ছিল।

অভিযোগের তদন্তকারী সদর নারুলী ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকে নিখোঁজ স্কুলছাত্র সীমান্তকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150860