বগুড়ার কাহালুর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত আজগর গ্রেফতার

বগুড়ার কাহালুর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত আজগর গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত আজগর আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাহালু থানা পুলিশ উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজগর আলী কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ঝাঁঝাহার পাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

কাহালু থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ইনচার্জ জানায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় অস্ত্র নিয়ে ডাকাতি, ঢাকা ডিএমপি’র ক্ষিলক্ষেত থানায় অস্ত্র আইনে, কাহালু থানায় ডাকাতি, চুরি, বগুড়া সদর থানায় দ্রুত বিচার আইনের মামলাসহ মোট ৮ টি মামলা রয়েছে।

এছাড়াও সে আন্তঃ দেশীয় গরু চোর সিন্ডিকেটের একজন সক্রীয় সদস্য। বর্তমানে ৮টি মামলার মধ্যে ৪ টিতে তার নামে ওয়ারেন্ট ইস্যু রয়েছে। মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল। আজ শনিবার (২০ ডিসেম্বর) তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150851