মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না : বাপ্পারাজ

মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না : বাপ্পারাজ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। পর্দায় তার অভিনয় দর্শকদের বারবার মুগ্ধ করলেও, বাস্তব জীবনে জনসমক্ষে কথা বলতে গেলে কিছুটা জড়তা কাজ করে এই অভিনেতার।
 
সম্প্রতি একটি সিনেমার অনুষ্ঠানে এসে নিজের সেই কথা জানিয়েছেন। একই সঙ্গে প্রশংসা করলেন তরুণ প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ ও নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর পুরো টিমের।
 
অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে বাপ্পারাজ বলেন, ‘আমি আসলে মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না, প্যাঁচ খেয়ে যাই। তারপরও বলতে চাই- হৃদয়, সুমি, আজিজ ভাই, আপনারা একটি চমৎকার টিম। উনাদের একটি ছবিতে কিছুদিন আগে আমি কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি তারা খুব গুছিয়ে কাজ করেন।’
বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বাপ্পারাজ তাকে ‘ছোট ভাই’ সম্বোধন করে বলেন, ‘সিয়ামের সাথে আমি কাজ করেছি। ও একাধারে একজন চমৎকার মানুষ এবং দারুণ একজন অভিনেতা।’
 
রাক্ষস’ নিয়ে বাপ্পারাজের ভাষ্য, ‘নতুন ছবি ‘রাক্ষস’-এর জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আপনারা সবাই এই টিমের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে থাকবেন। কারণ আপনাদের ভালোবাসা ও মূল্যায়ন আমাদের ভীষণ প্রয়োজন।’
 
চলচ্চিত্রের বিকাশে দর্শকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বাপ্পারাজ আরও বলেন, ‘আমরা অনেক কষ্ট করে অনেক কিছু বানাই কেবল আপনাদের কাছে পৌঁছানোর জন্য। এই পথচলায় আপনাদের অনুপ্রেরণা আর সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমি আশা করব, আপনারা সবাই ‘রাক্ষস’ টিমকে সাপোর্ট করবেন।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150843