সেমিফাইনালে পাকিস্তানকে ১২২ রানের টার্গেট দিল বাংলাদেশ

সেমিফাইনালে পাকিস্তানকে ১২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ  ইনিংসের ১২তম ওভারে মোহাম্মেদ সায়েমকে ছক্কা হাঁকানোর পর চোখেও জবাব দিলেন আজিজুল হাকিম তামিম। যেন ইশারায় বুঝিয়ে দিলেন দেখেছ, চোখ রাঙানির জবাবটা ব্যাটেই দিলাম।
 
 
তবে জবাবের সময়টা দীর্ঘ করতে পারেননি আজিজুল তামিম। ফিরতি ওভারের প্রথম বলে ব্যক্তিগত ২০ রানে আউট হন বাংলাদেশের অধিনায়ক।
শুধু তিনি নন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ।
সবমিলিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠার ম্যাচে খেলতে নেমে ১২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটাররা যেন একটু তাড়াহুড়াই করল।
 
 
অথচ, দুবাইয়ের সেভেন স্টেডিয়ামে শুরুটা দেখেশুনেই করেছিলেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ।
 
 
কিন্তু দলীয় ২৪ রানে দুই ওপেনারই বিদায় নিলে ম্যাচের দৃশ্যপট যায় পাল্টে। এরপর বাউন্ডারিতে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে বেশ কজন ব্যাটারই আত্মহুতি দিলেন। তাতে একের পর এক উইকেট হারিয়ে স্কোর এক শ হওয়ার আগেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ।
শেষ পর্যন্ত পাকিস্তানকে ১২২ রানের লক্ষ্যটা এনে দেন সামিউন বাশার।
 
 
আটে নেমে শেষ ব্যাটার হিসেবে রান আউট হওয়ার আগে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। সামিউন ও আজিজুল তামিমের বাইরে আর একজন ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করেছেন। ওপেনিংয়ে নেমে ১৪ রানের ইনিংস খেলেছেন রিফাত। এ ছাড়া দুই অংকের ঘর স্পর্শ করেছে মিস্টার এক্সট্রাও। অতিরিক্ত থেকে ১৩ রান পেয়েছে বাংলাদেশ।
 
 
বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটিং গুঁড়িয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আব্দুল সুবহান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150707