মেসি-ইয়ামালের প্রথম লড়াইয়ের সূচি, ভেন্যু চূড়ান্ত
স্পোর্টস ডেস্কঃ লামিনে ইয়ামালের ধর্মপিতা, আইডল লিওনেল মেসি। তারই রেখে যাওয়া ১০ নম্বর জার্সি এখন গায়ে দিয়ে খেলেন স্পেনের উদীয়মান তারকা। দুজনের মধ্যে সম্পর্কের গভীরতায় চিড় ধরাতে পারেনি তাদের নিয়ে করা তুলনাও। এবার তারা মুখোমুখি হচ্ছে, মঞ্চ তৈরি। আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় স্পেন ও আর্জেন্টিনা মাঠে নামবে।
২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ভেন্যু কাতারের লুসাইল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমার বর্তমান ট্রফি জয়ী আর্জেন্টিনা। তার আগের দুটি ফিনালিসিমাতে ফ্রান্স ১৯৮৫ সালে এবং ১৯৯৩ সালে আর্জেন্টিনা ট্রফি জিতেছিল।
স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ দিয়ে বার্সেলোনা তারকা ইয়ামাল প্রথমবার ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসির মুখোমুখি হবেন। বার্সেলোনায় একই অবস্থানের কারণে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রায় সময় ৩৮ বছর বয়সী মেসির সঙ্গে তুলনীয় হয়ে থাকেন। দুজনেই খেলেন রাইট উইংয়ে, বাঁ পায়ের এবং জার্সিও ১০ নম্বর পরেন।
তবে স্পেনের তারকা সব তুলনা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলেছেন, মেসি হওয়ার কোনো ইচ্ছা তার নেই। নিজের মতো করে এগিয়ে যেতে চান, ‘আমি মনে করি লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু তিনিও জানেন, আমি একজন ভালো খেলোয়াড়। যখন একে অন্যের বিরুদ্ধে আমরা খেলি, আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। তিনি জানেন, আমি তার মতো হতে, খেলতে কিংবা ১০ নম্বর জার্সি পড়তে চেষ্টা করছি না। আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।’
মাঠে প্রথমবার মুখোমুখি হলেও ইয়ামালের সঙ্গে মেসির সম্পর্ক অনেক পুরানো। ২০০৭ সালে চ্যারিটি ক্যালেন্ডারে শিশু ইয়ামালের সঙ্গে ছবি তুলেছিলেন আর্জেন্টিনা তারকা, যা ভাইরাল হয়েছে ২০২৪ সালের ইউরোতে। এছাড়া অ্যাকাডেমিতে থাকা র সময় বার্সার ট্রেনিং গ্রাউন্ডে মেসির সঙ্গে ইয়ামালের ছবি রয়েছে। ওই সময় এলএমটেন খেলতেন বার্সার প্রথম দলে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150699