হাদির মরদেহ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে, নেওয়া হবে ঢাবিতে: ইনকিলাব মঞ্চ

হাদির মরদেহ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে, নেওয়া হবে ঢাবিতে: ইনকিলাব মঞ্চ

সিঙ্গাপুর থেকে শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তার কফিনবাহী মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, শহিদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

তাকে নিতে বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দু'পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেবে তার অনুসারীরা। সেখান থেকে ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150693