হাদির মৃত্যুতে সিলেটে প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সিলেটেও বিক্ষোভ মিছিল করে দেশপ্রেমিক ছাত্র-জনতা।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে নগরের বারুতখানা এলাকায় অবস্থিত দৈনিক প্রথম আলোর সিলেট আঞ্চলিক কার্যালয়ে একটি মিছিল থেকে ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলকারীরা ঢিল ছুড়ে কার্যালয়ের গ্লাস ও সাইনবোর্ড ভাঙচুর করেছে, তবে কার্যালয়ের ভেতরে কেউ প্রবেশ করেনি।
এছাড়া একই রাতে নগরের চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্ট-এও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব আলোকচিত্রী আনিস মাহমুদ বলেন, ভাঙচুর হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে নিরাপত্তার জন্য পুলিশ অবস্থান করছে।