জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি হলেন আনোয়ারুল

জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি হলেন আনোয়ারুল

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২৭) মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক (আনু)। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বজলুর রশিদ (পলু) এবং সহ-সভাপতি পদে এসএম শামস মতিন।

এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন-এফবিসিসিআই’র সাবেক পরিচালক আমিনুল বারী, ব্যবসায়ী এটিএম শাহনেওয়াজ কবীর (শুভ্র), আনিছুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান মেহেদী, ডা. মাহবুব হাফিজ, জীবন কৃষ্ণ সরকার, মাশরেকুল আলম, আব্দুল আলিম, আবুল খায়ের প্রামানিক, আনিছার রহমান, ওবাইদুর রহমান (টিসু), সাবরিনা আফরিন, মতিয়র রহমান বাধন, আবু বকর সিদ্দিক, মাইনুল হাসান রাসেল, শাহীন মোস্তাক, আব্দুল বাতেন, আইয়ুব ইসলাম ও সোহেল রানা।

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ড-২০২৫ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এজাজ মতিন সরদার। সদস্য ছিলেন ফিরোজ আলম ও জুলফিকার আলী। জানা গেছে, এর আগেও জেসিসিআই জয়পুরহাটের সভাপতি নির্বাচিত হয়েছিলেন পদ্মা ফিড এন্ড চিকস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক (আনু)। এছাড়া দুইবারের সিআইপি এবং বগুড়া কর অঞ্চলের সেরা করদাতা ছিলেন তিনি।

সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেম্বারের ২১ সদস্যবিশিষ্ট জেনারেল ও অ্যাসোসিয়েটস গ্রুপের পরিচালক প্যানেল নির্বাচিত হয়। এরপর ১৭ ডিসেম্বর পরিচালকদের ভোটে সভাপতি ও দুই সহসভাপতি পদের নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতি এবং অ্যাসোসিয়েটস গ্রুপের সহসভাপতি পদে প্রতিন্দ্বদ্বী না থাকায় কেবল জেনারেল গ্রুপের সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150603