জনগণের ভাবনা জানতে বিএনপি’র জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার : আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে জনগণের সমর্থন পেতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরছে বিএনপি। আর সেই পরিকল্পনা জনগণ কীভাবে নিচ্ছে, তা জানতে এক অভিনব কৌশল অবলম্বন করেছে বিএনপি।
আর তা হল ‘জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’। ১৬ ডিসেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ সময় আগামি ২৫ ডিসেম্বর। জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের জন্য থাকছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একান্তে আলাপচারিতার সুযোগ। বিএনপি সূত্র মতে, আগামীর বাংলাদেশ কেমন হবে তা জনগণকে জানানো এবং জনসমর্থন পেতে প্রচারণা চালাচ্ছে বিএনপি।
আর জনগণ বিএনপি’র পরিকল্পনা কতটুকু বুঝতে পারছে তা জানা এবং জনগণের মতামত গ্রহণ করার জন্যই জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের যেকোন শ্রেণি বা পেশার মানুষ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
এক মিনিটের ভিডিও বক্তব্যে নিজের মতামত তুলে ধরতে হবে নির্ধারিত বিষয়ে এবং তা সোস্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। ৩০ শতাংশ সোস্যাল মিডিয়া রিএক্ট আর ৭০ শতাংশ মূল্যায়ন বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে বিএনপির জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ : প্রতিযোগীদের তাদের তৈরি রিলটি নিজস্ব ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটক প্রোফাইলে পোস্ট করার সুযোগ রেখেছে বিএনপি। যার ক্যাপশন লিখতে হবে #BangladeshFirst হ্যাশট্যাগ। এরপর ভিডিওর লিংকটি বিএনপি’র অফিসিয়াল ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্ট লিংকে জমা দিতে আহ্বান করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150596