দিনাজপুরের বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

দিনাজপুরের বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে এলাকার হাট রামপুর সড়কে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নিরঞ্জন অধিকারী (৩২)। তিনি মুশিদহাট ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের বিষ্ণু অধিকারী রায়ের ছেলে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আনোড়া থেকে বোচাগঞ্জে আসার পথে হাট রামপুর পেট্রোল সংলগ্ন পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাইক চালক সঞ্জয় রায়সহ আরও ২ জন গুরুতর আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নিরঞ্জন অধিকারী বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন। তিনি গত ৫ মাস আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে জানা গেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150565