বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর তিন দিন পর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমান মিঠু হোসেন (৪৮) মারা গেছেন। গতকাল বুধবার বিকেল ৩ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার কাশিমালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম আলীর ছেলে তিনি।
পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর সকালে মাছ ব্যবসায়ী মিজানুর রহমান মিঠু হোসেন ও তার সহপাঠী রামপুরা গ্রামের এজাজুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৫) সান্তাহার আড়তে মাছ বিক্রি করে ব্যাটারি চালিত একটি টমটম গাড়িতে বাড়ি ফিরছিলেন। তারা পূর্ব ঢাকা রোড নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দেয়।
এতে টমটমে থাকা ওই দুইজন গুরুতর আহত হন। পরে আদমদীঘির ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু সেখানে অবস্থা উন্নতি না হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম আলীর ছেলে মিজানুর রহমান মিঠু তিন দিন পর গতকাল বুধবার মারা যান। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150562