নির্বাচনি ফান্ড ও ক্যাম্পেইন নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

নির্বাচনি ফান্ড ও ক্যাম্পেইন নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে নির্বাচনি ফান্ড এবং ক্যাম্পেইনের তথ্য জানিয়েছেন আসিফ মাহমুদ। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘যেদিন বলেছিলাম নির্বাচন করতে অনেক অর্থের প্রয়োজন যা আমার নেই। সেদিন অস্ট্রেলিয়া প্রবাসী এক বোন পরিচিত এক ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। অনুপ্রেরণা দেন যে আমাদের জনগণের রিপ্রেজেনটেটিভ হওয়া প্রয়োজন। গণ-অভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি।’

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘সেদিন সাহস পেয়েছিলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। যেমনভাবে লাখো জনতার মিছিল আমাদের পৌঁছে দিয়েছিল গণভবন। পালাতে বাধ্য করেছিল স্বৈরাচারকে। জনগণের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র ভরসা।’ নির্বাচনি ক্যাম্পেইন সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবক আহ্বান করেছিলাম নির্বাচনি ক্যাম্পেইনের জন্য। মোট ৬২৮৪ জন আবেদন করেছেন ইতিমধ্যেই। যার একটা উল্লেখযোগ্য অংশই ঢাকা-১০ আসনের বাসিন্দা। আমরা দ্রুতই আপনাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150515