দিনাজপুরের ঘোড়াঘাটে প্যানেল চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে প্যানেল চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার মামলায় ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর রশিদ (৩৮) এবং পৌর আওয়ামী লীগের সদস্য কাজী কাদেরকে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুনুর রশিদ ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের পাঁটশাও এলাকার ৫নং ওয়ার্ডের সদস্য এবং ওই ইউপি’র প্যানেল চেয়ারম্যান। তিনি ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। গ্রেপ্তার অপরজন কাজী কাদের পৌর আওয়ামী লীগের সদস্য এবং ২০১০ সালে পৌর শহরের নূরজাহানপুর এলাকার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে ২৪ আগস্ট মামলা করা হয়। ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া ওই মামলায় হারুনুর রশিদ এবং কাজী কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশি¬ষ্টতা আসার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামিদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150511