১৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

১৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৭ ডিসেম্বর) সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ২০২৪ সালের নভেম্বর মাসে ওই ব্যক্তিরা সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ করেছিলেন। এ সময় বিএসএফ ও ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। নির্ধারিত সাজা শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবির মাধ্যমে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫) ও জুমা আক্তার (৩০)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই এই হস্তান্তর সম্পন্ন হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150501