প্রার্থীদের কাছে অস্ত্র রাখতে সংশোধন হচ্ছে আচরণবিধি

প্রার্থীদের কাছে অস্ত্র রাখতে সংশোধন হচ্ছে আচরণবিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের বৈধভাবে অস্ত্র বহনের সুযোগ না থাকায় অস্ত্র রাখার বিষয়ে আচরণবিধিতে পরিবর্তন আনার কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, নিরাপত্তা অগ্রাধিকার পাবে এবং সময়ের প্রয়োজনে আচরণবিধিতে সংযোজন বা বিয়োজন করা হবে। ভোটের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিধান জাতীয় নিরাপত্তার বিবেচনায় প্রয়োগ করা হবে বলেও জানান তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনি প্রার্থীদের অস্ত্র লাইসেন্স ও জমাকৃত অস্ত্র ফেরত দেওয়ার কথা বলেছিলেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসি সচিব জানান, পর্যবেক্ষক দলের প্রধান হবেন ইইউ পার্লামেন্ট সদস্য আইভার্স ইজাপস।

নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে ইসি। একই সঙ্গে কেন্দ্রগুলো ভোটার চলাচলের উপযোগী করা, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভোটকেন্দ্র পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও বলা হয়েছে।

অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা যেন ত্রয়োদশ নির্বাচনে সুযোগ না পান—এ দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে তারা ইসিকে লিগ্যাল নোটিশ দিয়েছে। সংগঠনটির নেতারা জানান, ২০২৪ সালের ‘ডামি নির্বাচনে’ অংশ নেওয়া প্রার্থীরা জুলাই আন্দোলনে গণহত্যাকে সমর্থন করেছেন।

নির্বাচনি প্রচারে সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে ইসি। কোনো দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য প্রচার না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পোস্টাল ব্যালটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়িয়েছে ৪ লাখ ৫৭ হাজার। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হবে বলে জানিয়েছে ইসি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150500