রংপুরের পীরগঞ্জে চালক হত্যা ও মিশুক ছিনতাইয়ে জড়িত সন্দেহে আটক ৪
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে চালককে হত্যা করে মিশুক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ৪ যুবককে আটক করেছে পীরগঞ্জ থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে ধৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- বড়আলমপুর ইউনিয়নের বড় আলমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে হাসানুর মিয়া (২৩), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম হোসেন ইমরান (২২), রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৭) এবং মিঠিপুর ইউনিয়নের রওশনপুর গ্রামের মৃত নহরের ছেলে আব্দুস সাত্তার।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রাতে উপজেলার চতরা ইউপির গোবিন্দপাড়া গ্রামের মিশুক চালক নুরুল ইসলামকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে তাকে হত্যার পর মিশুকটি নিয়ে চম্পট দেয় কতিপয় একটি সংঘবদ্ধ চক্র। ১৪ ডিসেম্বর বড়আলমপুর গ্রামের মোক্তাগাড়ির নির্জন মাঠে পরিত্যক্ত লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে পরদিন নিহতের ছেলে রায়হান বাদি হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আহসান হাবিব জানান, আদালতে আসামিদের উপস্থাপন করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমাণ্ডে আনা হবে, মৃত ব্যক্তির মোবাইল উদ্ধার হয়েছে। অটোভ্যানটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150481