বগুড়ায় র‌্যাব’র অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ায় র‌্যাব’র অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২ বগুড়ার অভিযানে বগুড়া শহরের সুত্রাপুর মফিজ পাগলার মোড় থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাঈদ শোভনকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব- সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি  দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সাজাপ্রাপ্ত আসামি শোভনকে ওয়ান্টেমূলে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পুরাতন স্মার্ট মোবাইল ফোন ও আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত আসামি শোভন বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকার ওয়াজেদ আলী ওরফে সাখার ছেলে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150466