বগুড়ার শেরপুরে বৃদ্ধার বাড়িতে চুরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে একা বসবাসরত এক বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের দলিল গ্রামে সংঘবদ্ধ চোরের দল বাড়ির তারকাঁটার বেড়া ও জানালার গ্রিল কেটে মৃত হাবিবুর রহমানের ছেলে আহসানুল হক লিটনের বাড়িতে প্রবেশ করে। তিনি কর্মসূত্রে ঢাকায় থাকায় তার বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, ওই বাড়িতে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা বৃদ্ধার কানের দুল নেয়ার পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ঘরে টাকা না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানা গেছে। ঘটনার পর বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির চারপাশে তারকাঁটার বেষ্টনি কাটা ও বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে ড্রিল মেশিন দিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান।
ভুক্তভোগীর জামাতা রাজু আহম্মেদ বলেন, আগেও চুরির ঘটনা ঘটেছে। এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নিরাপত্তা জোরদার প্রয়োজন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়িতে শুধুমাত্র ৮০ বছরের বৃদ্ধা একা থাকায় চোরেরা এই সুযোগ নিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150448